বোলারদের ওপর বিশ্বাস ছিল শান্তর
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে কখনো ফিফটি পাননি নাজমুল হোসেন শান্ত। সর্বোচ্চ ৪০ রানের ইনিংসে স্ট্রাইকরেট ছিল ১২০-এর কম। কাল সেই শান্ত ৭১ রানের ইনিংস খেলেছেন, সেটাও প্রায় ১৩০ স্ট্রাইকরেটে। এক সাংবাদিক তবু নিশ্চিত হতে চাইলেন। শান্তকে জিজ্ঞেস করলেন, এটাই শান্তর সেরা টি-টোয়েন্টি ইনিংস…