ধাওয়ানের ৯৯* টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা: লারা
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৯৯* রানের অপরাজিত ইনিংস খেলেছেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। এক রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপ তো আছেই, তার সঙ্গে যোগ হয়েছে হারের বেদনাও। তার দল পাঞ্জাব যে ম্যাচটিতে হায়দরাবাদের কাছে হেরে গেছে ৮ উইকেটে। তবে এত হতাশার ভিড়ে ধাওয়ানের একটা প্রাপ্তিও…