খেলার কথাই ছিল না ম্যারাডোনার!
আর্জেন্টিনার স্ট্রাইকার হোর্হে ভালদানো বলটাকে আয়ত্তে আনতে পারলেন না ঠিকঠাক। সুযোগ বুঝে দলের বিপদ কাটাতে এগিয়ে এলেন ইংলিশ মিডফিল্ডার স্টিভ হজ। কিন্তু বিধি বাম! হজের ক্লিয়ারেন্সে ইংল্যান্ড বিপদমুক্ত হবে কি, উল্টো বাতাসে ভেসে বল চলে গেল বক্সের ভেতরে থাকা ডিয়েগো ম্যারাডোনার মাথার ওপর।…