১৬০০ বছরের পুরোনো মোজাইকের কারুকাজ
সিরিয়ায় ১ হাজার ৬০০ বছরের পুরোনো রোমান যুগের মোজাইকের একটি অক্ষত কারুকাজ খুঁজে পাওয়া গেছে। এতে পৌরাণিক ট্রজান যুদ্ধের ছবি ফুটে উঠেছে। কর্তৃপক্ষ গত বুধবার বলেছে, এটি বিরলতম নিদর্শনগুলোর একটি। খবর এএফপির। মোজাইকের কারুকাজটি সিরিয়ার উত্তরাঞ্চলীয় হোমস জেলার রাস্তান এলাকায় পাওয়া গেছে।…