রানি দ্বিতীয় এলিজাবেথ: ব্রিটিশ রাজপরিবারের এক দীর্ঘ অধ্যায়
রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল ব্রিটিশ রাজপরিবারের এক দীর্ঘ অধ্যায়ের। মাত্র ২৫ বছর বয়সে তিনি পরেছিলেন রানির মুকুট। সেই থেকে রাজ সিংহাসন আলো করে ছিলেন টানা ৭০টি বছর। এই দীর্ঘ সময়ে কেবল যুক্তরাজ্য নয়, বিশ্বজুড়েই হয়ে উঠেছিলেন রানির প্রতিশব্দ। কয়েকটি প্রজন্ম…