রাজসিক প্রত্যাবর্তন একেই বলে
আকাশপানে তিনি কয়দিন আগেও তাকাতেন। সে দৃষ্টিতে সৃষ্টিকর্তার প্রতি জিজ্ঞাসা ছিল- আর কী করলে সব ঠিক হবে! সে দিনগুলোতে ড্রেসিংরুমে ফেরার পথে তার কানে যে আওয়াজ আসত, সেসবে বাণ হয়ে প্রশ্ন বিঁধত- কোহলি, আর কত! আর কবে ফর্ম ঠিক হবে! ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়া ঠিক হবে কি…