সন্ধ্যার নাশতায় সহজ ফিশ কাটলেট
কারও কাছে মাছ পছন্দের খাবার, কেউবা মাছ খেতেই চান না। একরকম মাছের ঝোল, কোপ্তা, দোপেঁয়াজা খেয়ে একটু একঘেয়েমি ভাব চলে এলে বিকেলের নাশতায় কিংবা রাতের খাবারে ভাত, পোলাওয়ের সঙ্গে রাখতে পারেন ফিশ কাটলেট। মুচমুচে ফিশ কাটলেট স্বাদে ভিন্নতা দিবে যেমন তেমনি সন্ধ্যার নাশতায় পুষ্টির বিষয়টিও নিশ্চিত…