দুধের গ্রাম ছিলোনীয়া
ছায়া সুনিবিড় গ্রাম ছিলোনীয়া। যার অবস্থান কুমিল্লার লালমাই উপজেলার উত্তর পেরুল ইউনিয়নে। কাকডাকা ভোরে ওই গ্রামের মানুষের ব্যস্ততা শুরু হয়। আর গোধূলি বেলায় রাঙা ধুলো উড়িয়ে রাখাল যখন গরুর পাল নিয়ে ঘরে ফেরে, তখন থেকে কমতে শুরু করে ব্যস্ততা। ওই গ্রামের আড়াই শ পরিবারের পারিবারিক দুগ্ধ খামারে…