যেভাবে শাদাবের মিস ক্যাচ ‘ধরল’ ভারতের পুলিশ
এক ক্যাচ ধরতে ছুটলেন দুজন, প্রায় গা ঘেঁষে দাঁড়িয়েও টের পেলেন একে অন্যের উপস্থিতি। বল নাগালের মধ্যে আসতেই সেটা হাতে জমাতে ঝাঁপালেন দুজনই। তাতে যা হওয়ার তা-ই হলো। দুজনের সংঘর্ষে বল জমল না কারো হাতেই, চলে গেল সীমানার ওপারে। শাদাব খান এবং আসিফ আলির এই অদ্ভুতুড়ে ক্যাচ মিস দেখে রাগে ফুঁসলেন…