ফ্লাশিং মিডোর নতুন রানি শিওনতেক
ওনস জাবেরকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি হিসেবে আত্মপ্রকাশ করেছেন ইগা শিওনতেক। মেয়েদের এককের ফাইনালে পোলিশ এই প্রতিযোগী ৬-২, ৭-৬ (৭/৫) গেমে হারিয়েছেন তিউনিসিয়ার ওনস জাবেরকে। এর আগে ২০২০ ও ২০২২ সালের ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন শিওনতেক। রোলাঁ গাঁরোর বাইরে এবারই প্রথম উঠে এসেছিলেন ইউএস…