সুঘ্রাণে সুরভিত সারা দিন…
ঘর থেকে বেরোনোর আগে সাজসজ্জার শেষ ধাপটাই যেন কয়েক ফোঁটা সুগন্ধি গায়ে মাখা। সুগন্ধি ব্যবহার করার নিয়ম-রীতি কমবেশি আমাদের সবারই জানা। কিন্তু কীভাবে সুগন্ধি মাখা হলে তা দীর্ঘস্থায়ী হবে এবং ঘ্রাণ ছড়াবে ঠিক প্রথমবার স্প্রে করার মতোই সেটা অনেকেরই অজানা। আসুন জেনে নিই তেমনই কিছু বিষয়, যা…