হারের হ্যাটট্রিক কাতারের, সেনেগাল যাচ্ছে শেষ ষোলোয়
প্রথম ম্যাচেই হেরে বসেছিল সেনেগাল। ওদিকে ইকুয়েডরের শুরুটা হয়েছিল দুর্দান্ত। স্বাগতিক দলকে হারিয়ে পরের ম্যাচে দাপিয়ে বেড়িয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে। সেদিন এক পয়েন্ট পেয়ে হতাশ নেদারল্যান্ডস নয়, ইকুয়েডরই হয়েছিল। শেষ ষোলোর সমীকরণ আজ ইকুয়েডরের জন্যই ছিল সহজ। ড্র করলেই উঠে যেত তারা।…