অস্ট্রেলিয়াকে টানা দুই টেস্টে তিন দিনের মধ্যে হারিয়ে দিয়েছে ভারত। স্পিনিং উইকেটে বোলাররা আছেন দুর্দান্ত ফর্মে। টপ অর্ডার ও মিডল অর্ডার রান পেয়েছে। লেট অর্ডার ম্যাচের গল্প বদলে দিয়েছে। এত আনন্দের মাঝে দুশ্চিন্তা একটিই– ওপেনার ও সহ-অধিনায়ক লোকেশ রাহুলের ফর্ম। এ সিরিজে তার জায়গা…