শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আলাদা হচ্ছে মেরুদণ্ড জোড়া লাগা নুহা-নাবা

আপডেটেড ১ ডিসেম্বর, ২০২২ ২০:৪৫
দেশে প্রথমবারের মতো মেরুদণ্ড জোড়া লাগা দুই শিশুর অপারেশন হতে যাচ্ছে। নুহা ও নাবা নামে ওই দুই শিশুর চিকিৎসায় ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। অপারেশনে নেতৃত্ব দেবেন নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ও সার্জারি অনুষদের ডিন ডা. মোহাম্মদ হোসেন। বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানান বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। মেরুদণ্ড জোড়া লাগানো অবস্থায় জন্ম নেয়া শিশু নুহা ও নাবার বয়স আট মাস ১৩ দিন। অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ এই অপারেশনটি করতে বেশ কয়েকটি ধাপে কাজ করা হবে। উপাচার্য জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই শিশুদের চিকিৎসার সকল খরচ বহন করছেন।