শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চাকায় পিষ্ট নারী, গাড়ি থামাননি চালক

আপডেটেড ২ ডিসেম্বর, ২০২২ ১০:২২
এক নারী গাড়ির নিচে পড়ে আটকে গেলেও গাড়ি না থামিয়ে চাকায় পিষ্ট অবস্থায় রেখেই গাড়ি চালাতে থাকেন চালক। শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে। ব্যক্তিগত গাড়ি চালিয়ে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি। চারুকলা অনুষদের উল্টো পাশের টিএসসির দিকের সড়কে এক নারী তার গাড়ির নিচে পড়ে আটকে যান। চালক তবুও গাড়ি থামাননি। নারীকে চাকায় পিষ্ট অবস্থায় রেখেই নীলক্ষেতের দিকে চলে যান চালক। পরে নীলক্ষেত মোড় এলাকায় পথচারীরা চালককে আটকে গণপিটুনি দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। ওই নারীর নাম রুবিনা আক্তার। তিনি হাজারীবাগ এলাকার বাসিন্দা। গণপিটুনির শিকার চালকের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে। চালক আজহার জাফর শাহ নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বলে পরিচয় দিয়েছিলেন।