কেরালার বিড়ি শ্রমিক এখন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিচাক। দারিদ্রের কারণে দশম শ্রেণির পরেই যাকে ছাড়তে হয়েছিল স্কুল। সুরেন্দ্রন কে প্যাটেল গত ১ জানুয়ারি মার্কিন বিচারক হিসেবে শপথ নিয়েছেন। ক্ষুধা ও অযত্নে বড় হওয়া সুরেন্দ্রনকে লেখাপড়া ছেড়ে বিড়ি তৈরি কারখানায় কাজ নিতে হয়েছিল।