শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২

রোহিঙ্গা ক্যাম্পে লুকিয়ে থাকা দুই জঙ্গি আটক

আপডেটেড ২৩ জানুয়ারি, ২০২৩ ১৬:১০
র‌্যাব জানিয়েছে, কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে আত্মগোপন করেছিলেন নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সামরিক শাখার প্রধান মাসুকুর রহমান ওরফে রনবীর ওরফে মাসুদ এবং তার সহযোগী বোমা বিশেষজ্ঞ আবুল বাশার মৃধা ওরফে আলম। শেষ পর্যন্ত তারা ধরা পড়েছেন র‌্যাবের অভিযানে। র‌্যাব বলছে, তাদের অবস্থান শনাক্তের পর কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে সোমবার ভোর অভিযান চালানো হয়। পরে অস্ত্র-গোলাবারুদসহ দুজনকে আটক করা হয়।