বাসের ধাক্কায় বেসরকারি নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়া সুলতানার মৃত্যুর প্রতিবাদে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন তার সহপাঠীরা। সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে রাজধানীর কাওলা মোড়ে অবরোধ শুরু হয়। দেড়টার দিকে চার দাবি জানিয়ে সড়ক ছাড়েন তারা। গত রোববার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে উত্তরার বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাচ্ছিলেন ১৯ বছর বয়সী নাদিয়া। কুড়িল বিশ্বরোড এলাকায় ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস। এতে নাদিয়া ঘটনাস্থলেই নিহত হন।