সোমবার ভোরে অভিযান চালিয়ে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন বনাঞ্চল থেকে দুই জঙ্গিকে আটকের কথা জানায় র্যাব। তাদের একজনের মোবাইল ফোন থেকে ভিডিও উদ্ধার করেছে বলে জানিয়েছে র্যাব। ভিডিও কন্টেন্টে পার্বত্য অঞ্চলে জঙ্গিদের সামরিক প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমের চিত্র ফুটে উঠেছে।