মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

সোনায় মোড়ানো মমির সন্ধান

আপডেটেড ৩১ জানুয়ারি, ২০২৩ ১১:০০
মিসরের মাটির পরতে পরতে রহস্য। এখানে প্রত্নতাত্ত্বিক খননে বের হয়ে আসছে ইতিহাসের অজানা সব অধ্যায়। কোনো কোনো আবিষ্কার অনেক প্রশ্নের উত্তর দিচ্ছে, কোনো কোনোটি জন্ম দিচ্ছে নতুন প্রশ্নের। সম্প্রতি রাজধানীর কায়রোতে একটি প্রাচীন সমাধি আবিষ্কার হয়েছে। রাজপরিবারের নয় এমন মমিগুলোর মধ্যে এটিকেই মিসরে আবিষ্কৃত প্রাচীনতম ও সবচেয়ে অটুট মমি বলে মনে করা হচ্ছে।