শনিবার, ২০ এপ্রিল ২০২৪

রাষ্ট্রপতি বললেন, ‘তোমাদের হলো শুরু, আমার হলো সারা’

আপডেটেড ১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০১
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে ছিলেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ও শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থী। বিশেষ অতিথির হিসেবে বক্তৃতা করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানের ‘গেস্ট অব অনার’ ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। স্বাগত বক্তব্য রাখেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৪৩০ জন গ্রাজুয়েট রাষ্ট্রপতি ও উপাচার্যের হাত থেকে ডিগ্রি গ্রহণ করেন।