বাংলা ভাষার চলচ্চিত্রের উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’-এর এবারের আসরের পর্দা নামল বৃহস্পতিবার। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই উৎসবের শেষ দিনে দেখানো হয় ৪টি পূর্ণদৈর্ঘ্য ছবি। এবারের আসরের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। টিএসসি প্রাঙ্গণে আয়োজিত ২১তম আসরটির অন্যতম প্রচার সহযোগী ছিল দৈনিক বাংলা।