শনিবার, ২ আগস্ট ২০২৫
১৮ শ্রাবণ ১৪৩২

দিনব্যাপী গান, আনন্দ, উল্লাস

আপডেটেড ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:০২
শনিবার ঢাকার পূর্বাচলে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) নিজস্ব ক্যাম্পাস মিলনমেলায় পরিণত হয়। সকাল থেকে এখানে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবর্তন রিইউনিয়ন কনসার্টে অংশ নিতেই শিক্ষার্থীদের পদভারে মুখরিত হয়ে ওঠে সিইউবির স্থায়ী ক্যাম্পাস। কনসার্টে শুরু হলে শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। কনসার্টে সংগীত পরিবেশন করে চারটি ব্যান্ড দল। মূল আকর্ষণ ছিল নেমেসিস। এই আয়োজনের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত।