‘লেখক পাঠক বই, একত্রিত হই’ এই প্রতিপাদ্য পাথেয় করে নাটোরে পঞ্চমবারের মতো চলছে দিনব্যাপী ‘পথ বইমেলা’। মঙ্গলবার সকালে নাটোর শহরের কানাইখালি এলাকায় এই ব্যতিক্রমধর্মী বইমেলা শুরু হয়। উদ্বোধনের পরপরই মেলা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন লেখক, পাঠক ও দর্শনার্থীরা।