রোববার সকালে সায়েন্স ল্যাবরেটরি এলাকার শিরিন ম্যানশন নামের একটি তিন তলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটিতে আগুন ধরে যায় এবং কয়েকটি দেয়াল ধসে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৬ জন। বিস্ফোরণের ঘটনায় কোনো বিস্ফোরক দ্রব্য ব্যবহারের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল