গত দুই বছরেরও বেশি সময় ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবরেণ্য উচ্চাঙ্গ ও নজরুলসংগীত শিল্পী ও শিক্ষক সালাউদ্দিন আহমেদ আয়োজন করে আসছেন ‘সালাউদ্দিন আহমেদের বৈঠকখানা’ শীর্ষক অনুষ্ঠান। শনিবার সেই বৈঠকখানার শততম পর্ব উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।