‘গান শোনাবে কে বল আজ গাঁওয়ালী সুরে’ স্লোগান নিয়ে জয়পুরহাটে চলছে লোকসংগীত উৎসব। সঙ্গীতজ্ঞ এ.কে.এম আব্দুল আজিজের জন্মশতবার্ষিকী উপলক্ষে শহীদ ডা. আবুল কাশেম ময়দান চত্বরে এই উৎসবের আয়োজন করা হয়। শনিবার দুই দিনব্যাপী এই আয়োজনের শেষ দিন। উৎসবে সংগীত পরিবেশন করেন এপার ও ওপার বাংলার সংগীতশিল্পীরা।