বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

এ যেন সিন্ড্রেলার বিয়ে

আপডেটেড ১৪ মার্চ, ২০২৩ ০৯:০০
রূপকথার গল্পে পাওয়া যায় এমন রাজকীয় বিয়ের কথা। রূপকথার মতো বিয়ে বাস্তব হতে দেখা গেল গত রোববার। বিয়ে করেছেন জর্ডানের রাজকুমারী ইমান। জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহর কন্যা রাজকুমারী ইমান বিয়ে করলেন জামিল আলেকজান্ডার থার্মিওটিস নামের গ্রিক বংশোদ্ভূত এক যুবককে। জর্ডানের রাজধানী আম্মানের রাজ প্রাসাদে জমকালো এই বিয়ের আয়োজন করা হয়।