বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ইউএমপিএল বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

আপডেটেড ১৫ মার্চ, ২০২৩ ১৯:১২
নারায়ণগঞ্জের ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ৫৮৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেলের বিদ্যুৎকেন্দ্রের ৯২ শতাংশ কাজ শেষ হয়েছে। বুধবার বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের অর্থনৈতিক ইউনিটের প্রধান জোসেফ গিবলিন, ইউএমপিএলের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী নাফিজ সরাফাত, চেয়ারম্যান মো. নূর আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন মোল্লা এবং জেনারেল ইলেকট্রিক গ্যাস পাওয়ার দক্ষিণ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা দীপেশ নন্দা।