স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তীব্র গরম উপেক্ষা করে বাড়ি ফিরছে মানুষ। মঙ্গলবার দুপুরের পর থেকে ঘরে ফেরা মানুষের চাপ বাড়তে শুরু করেছে। তবে দৌলতদিয়া ঘাটে এবার ভোগান্তি কম। যদিও কষ্ট দিচ্ছে গরম। বুধবার সকালে দেখা গেছে, পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে সাধারণ যাত্রী ও যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলও পার হচ্ছে।