বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খান সম্পর্কে কে না জানে! তাই শাহরুখের আলাপ রেখে শাহরুখের বাড়ির কথা বলা যাক। এই সুপারস্টারের আলিশান বাড়ির নাম ‘মান্নাত’। তিন সন্তানকে নিয়ে এই বাড়িতেই থাকেন শাহরুখ-গৌড়ী। মান্নাত অর্থ—চাওয়া বা প্রার্থনা। শাহরুখের চেয়ে বেশি না হলেও—বেশ বিখ্যাত এই বাড়ি। মুম্বাইয়ের বিলাসবহুল বাড়িগুলোর একটি ‘মান্নাত’।