মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

মিয়ানমারে আঘাত হানছে মোখা

আপডেটেড ১৪ মে, ২০২৩ ১৫:৪৭
মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে শহরে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘মোখা।’ রোববার দেশটির স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ ঝড়ের প্রভাবে শহরটির বিভিন্ন দালান-ঘর কেঁপে ওঠে। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শক্তিশালী ঝড়ো বাতাসের কারণে রাজ্যের রাজধানী শহরটির বিভিন্ন ভবন কেঁপে কেঁপে উঠছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, ৭৪ কিলোমিটার কেন্দ্রে বাতাসের গতি ১৬০ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। টেকনাফে ৮০ কিলোমিটারেরও বেশি গতিতে ঝড়ো বাতাস বইছে।