নাটোর সদর উপজেলার ছাতনী গ্রামে গবাদি পশু চুরি বেড়ে গেছে বলে অভিযোগ স্থানীয়দের। গত দুই মাসে একটি গ্রাম থেকে চুরি হয়েছে ২৬টি গরু। ছয় মাসে এই চুরির সংখ্যা অর্ধশতাধিক। অনেকেই ঋণ করে গবাদি পশু কিনেছিলেন। জীবনযাপনের অন্যতম অবলম্বন হারিয়ে নিঃস্ব এই এলাকার অনেক কৃষক। এখন বাধ্য হয়ে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন তারা।