গৌতম বুদ্ধের জন্মতিথিকে সামনে রেখে দক্ষিণ কোরিয়ায় উদযাপিত হলো বার্ষিক লণ্ঠন উৎসব। উৎসবের অংশ হিসেবে আলোয় ঝলমলে শোভাযাত্রার আয়োজন করা হয়। হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী এই শোভাযাত্রায় অংশ নেয়। তাদের হাতে ছিল নানা আকৃতি ও রঙের লণ্ঠন। শোভাযাত্রায় স্থানীয়দের সঙ্গে যোগ দেন বিভিন্ন দেশ থেকে আসা শত শত পর্যটক।