সূর্যের চোখ রাঙানি দিনকে দিন যেন বাড়ছেই। আর তাই তো বাইরে বের হলেই ত্বকের অবস্থা হয় নাজেহাল। লালচে হয়ে যাওয়া, পোড়াভাব তৈরি হওয়া কিংবা কালচে ভাব তৈরি হওয়ার পাশাপাশি অতিরিক্ত জ্বালাপোড়া তো আছেই। রোদ থেকে ফিরে একটু অ্যালোভেরা জেল ত্বকে মেখে নিতে পারেন। এতে সাময়িকভাবে ত্বক ঠাণ্ডা হবে এবং লালচে ভাব কমে যাবে।