বায়ু দূষণ কমাতে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ‘বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র’ (ক্যাপস)। সোমবার রাজধানীর শাহবাগে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, প্রতিনিয়ত বাতাস দূষিত হচ্ছে। যার বিরূপ প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যের ওপর। দূষণ রোধে জরুরিভিত্তিতে ব্যবস্থা না নিলে পরিস্থিত ভয়বহ দিকে মোড় নেবে।
#পরিবেশ #বায়ুদূষণ #aripollution #pollution #environment #dhaka #ঢাকা