ব্যবসায়ীরা বলছেন, চীনা আদাসহ অন্যান্য দেশের আদা আমদানি প্রায় বন্ধ। আর চাহিদার তুলনায় দেশি আদার উৎপাদন নগণ্য। এই পরিস্থিতিতে সব ধরনের আদার দাম বেড়েছে। ক্রেতারা বিপাকে, তারা বলছেন, আয় বাড়ছে না, কিন্তু বাজারে পণ্যের দাম হুহু করে বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো তাদের ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে।