শনিবার, ২৭ জুলাই ২০২৪

গাড়ি না গিরগিটি?

আপডেটেড ২৪ মে, ২০২৩ ১১:০০
বিএমডব্লিউ আই ভিশন ডি। ডিইই-এর অর্থ ‘ডিজিটাল ইমোশনাল এক্সপেরিয়েন্স’। এটি বিএমডব্লিউর নতুন কনসেপ্ট গাড়ি যা গিরগিটের মতো রং বদলাতে সক্ষম। চলতি বছরের গোড়াতে লাস ভেগাসে অনুষ্ঠিত ‘কনজিউমার ইলেক্ট্রনিক্স শো’তে গাড়িটি প্রদর্শিত হয়। বিজ্ঞান কল্পকাহিনী মনে হলেও সত্যি, মোট ৩২টি রঙে নিজেকে রাঙাতে পারে এ গাড়ি।