খয়রত এলাকায় যাওয়ার কথা বলে শরীফের অটোরিকশায় ওঠেন সেলিমসহ অজ্ঞাত তিন-চারজন। পরে করিমগঞ্জ- নিকলী সংযোগ সেতুর কাছে এসে সেলিম ও তার সহযোগীরা শরীফকে সেতুর নিচে নামিয়ে মাথায় পাথর চাপা দিয়ে হত্যা করেন। সোমবার রাতে নিহত শরীফের পিতা মতিউর বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।