বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে পোশাকশিল্পের আন্তর্জাতিক ব্র্যান্ড ‘গ্রামীণ ইউনিক্লো’। আগামী ১৮ জুনের মধ্যে তাদের ১০টি বিক্রয়কেন্দ্র বন্ধ করার পাশাপাশি ব্যবসা কার্যক্রমও বন্ধের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। গ্রামীণ ইউনিক্লো এখন তাদের স্টকে থাকা পণ্যগুলো বিশেষ ছাড়ে বিক্রি করছে। মূল্যছাড়ে পোশাক কিনতে গ্রামীণ ইউনিক্লোর আইটলেটগুলোতে ভিড় করছেন ক্রেতারা।