মঙ্গলবার, ৬ জুন ২০২৩

আসছে প্লে-স্টেশনের ‘প্রজেক্ট কিউ’

আপডেটেড ২৬ মে, ২০২৩ ১৪:৩৮
গেমিং ইন্ডাস্ট্রিতে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে সনির প্লে-স্টেশন। একের পর এক প্রযুক্তি উদ্ভাবন করে গেমের রণক্ষেত্রে নিজেদের শক্ত অবস্থান টিকিয়ে রাখছে সনি। এবার তারা এমন এক ডিভাইস বাজারে আনার ঘোষণা দিল যা আগে দেখা যায়নি। ডিভাইসটির নাম ‘প্রজেক্ট কিউ’। প্রজেক্ট কিউ ওয়াই-ফাইফের মাধ্যমে যুক্ত হবে প্লে-স্টেশন ফাইভ কনসোলের সঙ্গে। এর বিশেষত্ব, কন্ট্রোলারেই রয়েছে ৮ ইঞ্চি এইচডি স্ক্রিন। আর ডুয়েলসেন্স ওয়্যারলেস কন্ট্রোলারের সব সুবিধা তো থাকছেই।