ঝিনাইদহের বলুহর কেন্দ্রীয় হ্যাচারি কমপ্লেক্সের আওতাধীন ছয়টি প্রাকৃতিক বাওড় ইজারা দেয়ার প্রতিবাদে মানবন্ধনের আয়োজন করে মৎস্যজীবীরা। শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ হিন্দু পরিষদ, বাংলাদেশ সনাতন পার্টিসহ বেশ কয়েকটি সংগঠন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, স্থানীয় মৎস্যজীবীদের জীবিকার একমাত্র অবলম্বন এই বাওড়গুলো অনতিবিলম্বে মৎস্যজীবীদের কাছে ছেড়ে দেয়া হোক।