গাবতলী থেকে মাত্র ২ কিলোমিটার পথ পেরুলেই আমিনবাজার। এখানেই অযত্নে পড়ে আছে মুসলিম—স্থাপত্যকলার এক বিশিষ্ট নিদর্শন। গাবতলী সেতু থেকে কিছু দূর গেলেই হাতের ডানে পড়বে দেওয়ানবাড়ি গ্রাম। এই ছোট্ট গ্রামের মধ্যমণি দেওয়ানবাড়ি মসজিদ। অনেকে বলে চিনি—টিকরি মসজিদ। ইউনেস্কো প্রকাশিত Mosque architecture in Bangladesh গ্রন্থ অনুসারে, ১৮৮০ সালে হাজী জনাব আলী নামের এক চামড়া ব্যবসায়ী ছোট্ট এই মসজিদটি তৈরি করান।