সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ঘামের দুর্গন্ধ দূর করতে ৩ খাবার

আপডেটেড ৭ জুন, ২০২৩ ১১:০০
এই তীব্র গরমে শরীরে ঘাম হওয়া স্বাভাবিক। কিন্তু দেখবেন, সবার শরীর থেকে ঘামের দুর্গন্ধ আসে না। যাদের শরীর থেকে গন্ধ আসে তারা পড়েন ভীষণ অস্বস্তিতে। এমন বিড়ম্বনা থেকে বাঁচতে অনেকে পারফিউম বা ডিওড্রেন্ট গায়ে মাখেন। কিন্তু তা হয় শাক দিয়ে মাছ ঢাকা। স্থায়ী সমাধান পেতে গরমের দিনে খাদ্য তালিকায় রাখুন এমন তিন খাবার, যা ঘামের দুর্গন্ধ দূর করবে।