এ বছর শেরপুরে লটকনের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন ও দাম পেয়ে খুশি চাষীরা। ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড় এবং নকলার চন্দ্রকোনা ইউনিয়নের চাষীরা ‘বারি ১’ জাতের লটকন চাষ করে সফল হয়েছেন। চলতি বছর জেলার প্রায় ৫০ হেক্টর জমিতে লটকন চাষ করা হয়েছে। মোট উৎপাদন ৫৫০ মেট্রিক টন।