দুই মাস ধরে চলছে হলিউডে লেখকদের ধর্মঘট। প্রথম দিকে লেখকরাই আন্দোলনে নামলেও পরে অভিনয়শিল্পীরা ধর্মঘটে যোগ দেন। সেই ধর্মঘটের কারণে স্থগিত করা হলো হলিউডের সম্মানজনক টেলিভিশন পুরস্কার ‘এমি’। সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ বছরের এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান।