বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

নাইজারে ফ্রান্স দূতাবাসে হামলা

আপডেটেড ৩১ জুলাই, ২০২৩ ১৯:০০
নাইজারের রাজধানী নিয়ামেইয়ে অবস্থিত ফরাসি দূতাবাসের প্রবেশপথে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। এসময় তারা ফ্রান্সের পতাকাও পুড়িয়েছে। নাইজারে সেনা অভ্যুত্থানের সমর্থকরা এই হামলা চালায় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত বুধবার নাইজারে সেনা অভ্যুত্থান হয়। এর সমালোচনা করে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের অবিলম্বে মুক্তি চেয়েছে ফ্রান্সসহ বিভিন্ন দেশ। বাজোমের অন্যতম মিত্র সমর্থক ছিল ফ্রান্স ও যুক্তরাষ্ট্র।