ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের আশ্রয়স্থলটি গুড়িয়ে দিয়েছে। খোলা আকাশের নিচে এখন দিন কাটছে ফিলিস্তিনি সৌয়াদ আল-রাওয়াগ এবং তাদের সন্তানের। ধ্বংসস্তুপে তিনি এবং তার মেয়ে নিজেদের জিনিসপত্র খোঁজার চেষ্টা করছেন। নির্মাণের অনুমোদন না থাকার অভিযোগে পশ্চিম তীরের জেরিকো শহরে বাড়িটি ভেঙে ফেলেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। জাতিসংঘ বলেছে, যে অনুমোদনের কথা বলা হয়, তা পাওয়া ফিলিস্তিনিদের পক্ষে প্রায় অসম্ভব। সেই অনুমোদনপত্র না থাকার কথা বলেই ইসরায়েল প্রায়ই ভেঙে দিচ্ছে ফিলিস্তিনদের বাড়িঘর।