শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

এই আখ চাষে ১০ গুণ লাভ

আপডেটেড ২৪ আগস্ট, ২০২৩ ১১:০০
দেশের সর্ববৃহৎ চিনিকল জয়পুরহাটে। এই জেলাতেই ফিলিপিন্সের ব্ল্যাক জাতের আখ চাষ করে বাজিমাত করেছেন কালাই উপজেলার পাঁচগ্রামের তরুণ কৃষক মোহসীন আলী। মোহসীনের আখ খেতে সারি সারি আখ। তিনি ইউটিউবে ফিলিপিন্সের ব্ল্যাক আখ চাষ দেখে উদ্বুদ্ধ হন। ২০২২ সালে বগুড়া থেকে ৩০০টি ব্ল্যাক আখ ১৮ হাজার টাকায় সংগ্রহ করেন। বাড়িতে নিয়ে এসে জমিতে বীজতলা করে চারা করেন। সেখান থেকে ৫৫ শতক জমিতে নভেম্বর মাসে ৪ হাজার ৫০০টি চারা রোপণ করা হয়। তিনি জানান, এ আখ চাষে ১০ গুণ লাভ করা সম্ভব।