নাটোরে মৌসুমের আম সংগ্রহ কার্যক্রম শুরু। Natore
নাটোরে গোপালভোগ আম সংগ্রহের মধ্য দিয়ে চলতি বছরের আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল আটটার দিকে সদর উপজেলার কামারদিয়া গ্রামের একটি বাগানে এই আম সংগ্রহের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল ওয়াদুদ। এসময় অতিরিক্ত উপ-পরিচালক লুৎফুন্নাহার, অতিরিক্ত কৃষি অফিসার সোনিয়া পারভীন, উপ সহকারী কৃষি কর্মকর্তা, আম চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। চলতি বছর নাটোরে ৫ হাজার ৭১৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। তীব্র দাবদাহের কারণে ফলন কিছুটা কম হলেও চাষীরা আম বিক্রি করে লাভবান হবেন বলে আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।